সাইয়েদ আবুল আ’লা মওদূদী রহ. এর বিখ্যাত তাফসীর গ্রস্থ তাফহীমূল কুরআন। ১৯ খন্ডে বাংলায় অনুদিত তাফসীরের ১৯শ খন্ড সাজানো হয়েছে আমপারা সকল সূরা নিয়ে। আমপারার এই সূরা গুলো আমরা প্রতিনিয়ত নামাযে তিলাওয়াত করে থাকি। ৩৫২ পৃষ্ঠার এই তাফসীর খন্ডকে কমশিক্ষিত ভাইবোনদের কাছে অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করেছেন মরহুম অধ্যপক গোলাম আযম। এটি তাঁর তাফহীমূল কুরআনের অনুবাদ ও সম্পাদনা।

তাফহীমূল কুরআনে যে উচ্চাঙ্গের ভাষা ব্যবহার করা হয়েছে বা সাহিত্য মান তৈরীর জন্য যে দূর্ভেদ্য শব্দাবলীর ব্যবহার করা হয়েছে, এখানে তা একদম নাই। যে কোন মানের পাঠক এই সারসংক্ষেপ পড়লে অত্যন্ত সহজে তিনি কুরআনের বক্তব্যটাকে হৃদয়ঙ্গম করতে পারবেন।  বিশেষ করে এই গ্রন্থটি পড়ার পর আমাদের নামাযে খুসু খুজু তৈরীতে ভাল ভূমিকা রাখবে।

তাফহীমূল কুরআনঃ আমপারা-সারসংক্ষেপ পড়ার জন্য এখানে ক্লিক করুন।