আমার প্রিয় বইঃ আপনার দৈনন্দিন প্রয়োজনে এবং সংগ্রহে রাখার মতো বই সমূহের একটি অনলাইন কালেকশন।

প্রবাস জীবনে আমরা এক সময় দেশে যখন ছুটিতে যেতাম, সেই সময়ে প্রবাসে ফেরার প্রাক্ষালে আমাদের ব্যাগ ভর্তি থাকতো নানাবিধ বইয়ের কালেকশনে। কিন্তু দেশ আর বিশ্বের পরিস্থিতি এক সময় বদলে যায়। দেশে থেকে আপনার আমার পছন্দের বই নিয়ে আশা শুধু কঠিন নয়, বরং বিপদজনকও হয়ে উঠে।

এমন অবস্থায় অনলাইনের বিভিন্ন লকেশনে ছড়িয়ে থাকা বই গুলো হয়ে উঠে আমাদের পড়ালেখার একমাত্র মাধ্যম। কিন্তু প্রবাসের নিদারুন ব্যস্ততা, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদির দৈন্যতা প্রবাসী পাঠকদের সকলের পক্ষে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লকেশন সমূহ থেকে কাংখিত বই কালেকশন করা সম্ভব হয়ে উঠেনা।

এমন পরিস্থিতি আমার ব্যক্তিগত পড়ার প্রয়োজন এবং সংগ্রহে রাখা দরকার এমন বই গুলোর কালেকশন করে কম্পিউটারে এক জায়গায় সংরক্ষণ করে রাখা শুরু করি। কম্পিউটার নষ্ট হওয়া, ভাইরাসের উৎপাত, সময় মতো খোঁজে না পাওয়া, অন্য প্রবাসীর কাছে বিলি করতে ব্যর্থ হওয়া ইত্যাদি প্রয়োজনে এই ব্লগটি গড়ে তুলা হয়।

ওয়েবসাইট জগতে আমাদের দক্ষতা শুণ্যের কোটায় থাকায় যেভাবে করা দরকার, ঠিক সেই ভাবে হচ্ছে না। কিন্তু আমরা নিয়মিত উন্নয়নের চেষ্ঠা চালাচ্ছি এই প্রত্যাশায় যে, দেশে প্রবাসে বিশ্বের যে যেখানেই থাকুন না কেন, তিনি যাতে তার প্রয়োজনীয় বই “আমার প্রিয় বই” এ পেয়ে যান। আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত রাখা হবে ইনশাআল্লাহ।

এই সাইটটি যদি আপনার নূন্যতম পুরণে সাহায্য করে, তাহলে তা যেন আমাদের জন্য আমাদের মালিকের তরে গোলামী হিসাবে গন্য হয়।

পাঠক হিসাবে যদি আপনার কাছে মনে হয় যে, এখানে কোন ঘাটতি রয়েছে অথবা আরো সুন্দর করার জন্য কোন উপদেশ থাকে, তাহলে তা আমাদেরকে ম্যাসেজের মাধ্যমে জানাবেন-এমন প্রত্যাশা থাকলো।

কুরআনের প্রথম নির্দেশ “পড়ো”। কুরআনের এই নির্দেশ পালনে এই উদ্যোগ তথা “আমার প্রিয় বই” যেন আল্লাহ কাছে প্রিয় হয় এই কামনা থাকলো।