ও আমার দেশ সোনালী স্বদেশ
আহমদ আল আমিন
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ও আমার দেশ সোনালী স্বদেশ
তোমারি যে নেই উপমা
সবুজ শ্যামল মেঠো পথে
রুপময় এক সুষমা ॥

ষড়ঋতুতে প্রকৃতি সাজে
মনে হয় জান্নাতি হুর
ভোরের পাখিরা গান গেয়ে যায়
হৃদয়ে বাজে সু-মধুর
মুক্ত পাখিরা যেখানে ওরে
সেতো এই স্বপ্নিল দেশ ॥

শিশির ভেজা সবুজ ঘাসে
পাহাড়ি রূপের মেলা
নদীর কলতান পাখির কূজন
হৃদয়ে দেয় যে নাড়া
এতো রূপ সুষমা কোথাও পাবে না
আছে যা বাংলাদেশে ॥

কথা ও সুর : আহমদ আল আমিন