নীল আসমান নীল আসমান
কথা ও সুর: মুজাহিদ আল মুসা
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী
নীল আসমান নীল আসমান
কত সুসমায় ভরা নীল আসমান ঐ
কি আছে অপরুপ এর চেয়ে আর ॥
কত সুসমায় ভরা নীল আসমান ঐ
কি আছে অপরুপ এর চেয়ে আর ॥
জমিনের এই বিশাল বিছানার উপর ঐ আসমান
ছাদের মত তা আমার প্রভুর মহান নিশান
নীল আসমান আর নীল সাগর
এক হয়ে দিয়েছে অশেষ সুষমা
কিযে অফুরাণ কিযে অফুরাণ ॥
ছাদের মত তা আমার প্রভুর মহান নিশান
নীল আসমান আর নীল সাগর
এক হয়ে দিয়েছে অশেষ সুষমা
কিযে অফুরাণ কিযে অফুরাণ ॥
অপার উদার ঐ আকাশ শুধু
আমাদের তরে তার সুষমা বিলায়
এমন উদারতা ধরাতে কি নাই
আলী ওমর আবু বকরের মাঝে পাই
আমাদের তরে তার সুষমা বিলায়
এমন উদারতা ধরাতে কি নাই
আলী ওমর আবু বকরের মাঝে পাই
চাঁদহারা যে রাতে ধরা থাকে শুধু আধার ছাওয়া
আকাশে তখন মায়াবী হাজার তারার মেলা
অযুত চোখেরি এক আহ্বান
আয় সবে আয় গাই যে শুধু
আল্লাহ মহান আল্লাহ মহান ॥
আকাশে তখন মায়াবী হাজার তারার মেলা
অযুত চোখেরি এক আহ্বান
আয় সবে আয় গাই যে শুধু
আল্লাহ মহান আল্লাহ মহান ॥
কথা ও সুর: মুজাহিদ আল মুসা
0 Comments