স্বাধিনতা এনেছি মোরা
সুফল কি পেয়েছি তার
আজও বাংলার হাজার মানুষ
লাঞ্ছিত হয় বারবার । 

দুপায়ে দলতে সকল অত্যাচার 
ফিরে পেতে পুনঃ পুনঃ স্বাধিকার
ফেলে পিছুটান বুকের মাঝে
জনতার ছিল  হাহাকার । 

সত্য কথা বলে আজও যদি হয় লাশ
বুঝিনা আমি জানোকি তোমরা
এটা কিসের আভাস
আ ....................... । 

প্রাণ খুলে কথা যদি বলত চাও
নির্ভয়ে পথ যদি চলতে চাও
পারবে কি তুমি পারবে না বন্ধু
সহ্য হবেনা হায়নার । 

স্বাধীন হয়েছি মোরা যাহার আশায়
সে সপ্ন গুলো যেন মিশেছে ধুলোয়
মানবতা তাই আজ গুমরে কাঁদে
কি হাল আজ স্বাধীনতার । 
======================

কথা ও সুর: আবদুর রাজ্জাক রাজু