ঘুমিয়েই কেটে গেল অর্ধ দিবস
বাকিটা সময় গেল হেলায় খেলায়
এভাবেই জীবনের সবগুলো দিন
কেটে যদি যায় তবে কি হবে উপায় ।
 
ওপারের পুঁজি মোটেও হয়নি জমা
জমে থাকা পাপ রাশি পায়নি ক্ষমা
এরই মাঝে যদি তার ডাক এসে যায় । 

আঁধারেই ভেসে চলি অন্ধ ভেলায়
আঁধার সাগরে মাতি কোন সে খেলায়

মুক্তি পেতে হলে আয় ছুটে আয়
 কোরানরে তরী মোরে যায় ডেকে যায়
সব ছেড়ে যদি তাতে নাওঠি হয়  । 
=====================

কথা : বোরহান মাহমুদ
সুর : এইচ এম আল আমিন