আমায় এমন এক গায় নিয়ে চল
যেথা পাহাড়ী ঝর্নার ঢল
কল কল ছল ছল রব তুলে
নদী বয়ে চলে অবিরল
হে হে হে হে...।

পাখিদের গানে গানে প্রভাত আসে
সাজের আলোয় মেঘে শিশুরা হাসে
দিনান্তে বলাকা উড়ে নিড়ে ফিরে যায়
সাদা বক কনেদের দল।

বনারন্যে হাওয়া দোল দিয়ে যায়
হাওয়ায় দোলে ফুল সুবাস ছড়ায়
দিনান্তে ঘরে ফেরে ক্লান্ত মানুষ সব
চোখে স্বপ্নিল মহাকাল।
 
কথা ও সুর: আবুল আলা মাসুম