জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে
কথা ও সুর : মুজাহিদ আল মুসা
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জাহেলেরা তাগুতেরা ঐ দেখ আসছে
হও আজ আগুয়ান ধ্বনি তুলে তাক্বীর
খানজালা খাবাবেরা কাব বিন মালিকেরা
ছুটে চল চল ছুটে সব বাধা মারিয়ে ॥

নেশায় বিভোর আজ খোদাদ্রোহী সব
ছড়াতে চায় যত জাহেলিয়াত
হেলালী পতাকাটা উঁচু করে রাওয়াহা
পিছে তার ছুটে যায় যত হাসসান
মরিচিকা দেখে ওগো স্রান্ত পথিক
হেরার পাদদেশে ডাকছে নকিব
চির বসন্তের চির শীতলতা
ছন্দে দোলায়িত আল ইসলাম
অম্লান জীবনের পথ সেখানে ॥

তায়েফের প্রান্তরে বালাকোট কারবালা
পথ দেখিয়ে যায় ত্যাগের মহান
মরুপথ পাড়ি দিয়ে আয়ুবির খেলজির
ফুল বাগীচার ঐ বর্ণিল ঘ্রাণ
তাড়িয়ে তাড়িয়ে ঐ পাশবের দল
সবুজ ঐ পতাকাটা ঊড়া পতপত
পাশবিক উল্লাস চিৎকার কোলাহল
চুরমার করে ঐ বেলালের ডাক
ডাক আসে আয় ছুটে যাই এগিয়ে ॥

কথা ও সুর : মুজাহিদ আল মুসা