নাড়ী ছেড়া যন্ত্রনাতে মাজননী গর্ভে ধরে
বুকেতে দিয়েছেন ঠাই
ত্রি-ভূবনে আপনজন মা ছাড়া অন্য কেহ নাই ।

ভীষণ শীতের নিশিথে শুকনো রেখে আমাকে
শুয়েছেন ভিজে কাপড় গায়ে মা.... গো.........
এমন দরদি মা ভুলবো কি করিয়া
 তোমার মতো আপনজন কোথায় খুঁজে পাই ।

কত শত কষ্ট সয়ে বুকের মাঝে আগলে রেখে
করেছো লালন মমতায় মা.... গো.........
 সেই যে তুমি মা গেলে আমায় ছাড়িয়া
হৃদয় মাঝে তোমার ছবি বসত করে তাই ।
===================

কথা ও সুর : আহমদ আল আমিন