জিহাদ মানে নয় যুদ্ধ
নয় হানাহানি বিভেদ কলহো
জিহাদ শান্তি সুখের পৃথিবী সাজানো ।

জিহাদ মানে মজলুমানের মুক্তি গাথা
জিহাদ মানে আলোর দিনের স্বপ্ন দেখা
জিহাদ মানে দূও করা সকল আাঁধার কালো ।

জিহাদ হলো অত্যাচারির চির শংকা
জিহাদ হলো সত্য ন্যয়ের নব বারতা

সেই জিহাদের ডাক দিয়ে যায় শোন কালোর নকীব
জ্বালতে হবে আঁধার পুড়িতে এক আলোর প্রদীপ
এসো প্রত্যয়ে জালাই এখানে দীনের আলো ।

কথা ও সুর : এইচ এম আল আমিন