বিস্ময় ভরা দু’টি আঁখি
অবাক আমি চেয়ে থাকি
আর ভাবি
কে কে সে শিল্পী কে ।
অবাক আমি চেয়ে থাকি
আর ভাবি
কে কে সে শিল্পী কে ।
সাজানো আছে সব থরে থরে
ফুল ফসল আর বন বনান্তরে
সেই কথা শুধু যায় না বলা
সুরের আবেশে গানে গানে ।
বিনি সুঁতোয় সব গাঁথা মালা
চাঁদের খেলা আর মেঘের ভেলা
আছো কাছে তবু দূরে দূরে
পরশ বুুলিয়ে প্রাণে প্রাণে ।
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
0 Comments