এই দুটি চোখ স্বপ্ন দেখে আজ
আসবে কোরানের প্রিতিময় রাজ ।

মালেক ভাইয়ের মত স্বপ্ন দেখে
হাজারো মালেক আসে রক্ত মেখে
জাগে মুজাহিদ তাই নব চেতনায়
উঠাতে নতুন রবি সর্ণালি সাজ ।

আসছে শতাব্দি হবে আমাদের
ছুটবে আলোর বান সূর্যদ্বয়ের
সূর্যেও দিন এসে রুখবে আঁধার
 কোরানের সৈনিক সাহসের সাথে

ছুটে চলে রুদ্ধতার আবরণ ছিড়ে
 নোঙর ফেলে তারা সাহসের তীরে
সম্মুখে দীর্ঘ সফরের ডাক
তাইতো সবার শীরে জিহাদের তাজ ।

কথা : দিলরুবা ইয়াসমিন নাহিদ
সুর : এইচ. এম. আল আমিন