এই দেশ আমার প্রিয় জন্মভূমি
কথা ও সুর: মশিউর রহমান মামুন

এই দেশ আমার প্রিয় জন্মভূমি
এই মাটি আমার কত পূন্যতূমি
এই দেশেতে জন্ম নিয়ে 
ধন্য হলাম ধন্য আমি ॥

গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহুমুহু
শাপলা শালুক ফোটে বিলে ঝিলে
পাপিয়া কোকিল ডাকে কুহুকুহু
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥

সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা এই দেশ
যত দেখি বিস্ময় মেলে দুটি আঁখি লাগে যেন বেশ 

রাতের আঁধার কেটে জোনাকিরা আলো ছড়ায়
নদী যায় দোল খেয়ে সাগরে বয়ে
দেখেযে দুচোখ জুড়ায়
কত ভালবাসি এই দেশটাকে 
জানে সেই অন্তর্যামী ॥