কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু
অ্যালবাম: চাঁদের হাসি
চাঁদের হাসি হার মানায়
যখন হাসে আমার মায়
সে কথাই বনে বনে
পাখ-পাখালি গেয়ে যায় ॥
যখন হাসে আমার মায়
সে কথাই বনে বনে
পাখ-পাখালি গেয়ে যায় ॥
মায়ের সমান মাতৃভূমি-দেখছ কি তার হাসি
সকাল বেলায় সূর্য হাসে-আঁধার টারে নাশি
দিঘির জলে শাপলা হেসে আমার কোমল মন ভরায় ॥
সকাল বেলায় সূর্য হাসে-আঁধার টারে নাশি
দিঘির জলে শাপলা হেসে আমার কোমল মন ভরায় ॥
বাংলা মায়ের সবুজ বনে হাজার রকম ফুলে
হেসে হেসে সময় কাটায় বাউলা হাওয়ায় দুলে
মনটা আমার যায় হারিয়ে লুকোচুরির সেই খেলায় ॥
কথা ও সুর : আব্দুর রাজ্জাক রাজু
0 Comments