গা শিরশির মন ঝিরঝির
পবন নদীর ঢেউ
সেই নদীতে সুরের মাতন 
শুনেছ কি কেউ ।

রাত উজালা তারার মেলা 
চাঁদের হাসি শেষে
মুয়াজ্জিনের কণ্ঠে মধুর
আজান এলো ভেসে ।

মুয়াজ্জিনের আযান বলে
রাত হয়েছে ভোর
আয় রে সবুজ অবুঝ তোরা 
খোল রে এবার দোর ।

মিনার থেকে ডাক এসেছে
আয় রে ছুটে আয়
মিরাজ হবে খোদার সাথে
সময় বয়ে যায় ।

পাখপাখালির কিচির মিচির 
ফুলের সুবাস কয়
নামাজ রোজায় মুসলমানের 
হয় যে পরিচয় ।

কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর