মন কেনো চায় ছুটে যেতে চায়
যেথায় আমার মা জননী
ঘুমে নিরালায়।
যেথায় আমার মা জননী
ঘুমে নিরালায়।
সবুজের আলপনা দিয়ে আকা আমার গা
কবিতার মাধুরি নিয়ে লেখে কবিতা
ক্লান্ত দুপুর রাখালিয়া সুরে
পালতোলা নাও যায় সুদুরে গায়।
অপরুপা এই প্রকৃ্তি নাইযে রূপের শেষ
প্রভু যেন আপন হাতে গড়েছে এ দেশ
মা যে হেথায় আছে মাটির ঘরে
স্মৃতি সুধু আমাকে কাদাঁয়।
কথা ও সুর: আব্দুস সালাম
0 Comments