আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
কথাঃ
জুলফিকার হায়দার
সুরঃ মশিউর রহমান
আল্লাহ তোমার স্নেহের ছায়ায়
আমার বেঁচে আছি
তোমার দয়ায় অতুল মায়ায়
আমরা বেঁচে আছি ।।
কতশত নেয়ামত দিয়েছো তুমি
উদার আকাশ আর সবুজ ভুমি
দিয়েছো সুস্থ দেহে অমিত সাহস
পৌঁছতে তোমার কাছাকাছি ।।
পথ না ভুলি তাই দিয়েছো
কোরআন হাজার বছর আগে
তোমারই দেয়া ঐ রাসূলের বাণী
তাইতো মধুর লাগে
তবু যদি মোরা ভুলিগো তোমায়
মুছে দাও কালিমা অসিম ক্ষমায়
আরশের ছায়ায় ঠাঁই পেতে মোরা
তোমার রহম সদাই যাচি ।।
0 Comments